খেলা

জাতীয় দলের ক্যাম্প শুরু আজ

ভয়ডরহীন শুরু চান ফজলে মাহমুদ

স্পোর্টস রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ১০:০৯ পূর্বাহ্ন

‘এই প্রথম জাতীয় দলের সঙ্গে ক্যাম্প শুরু করবো। কিন্তু দিনটি নিয়ে আমার বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। আবেগে ভাসছিও না। কারণ একটা সময় স্বপ্ন দেখতাম জাতীয় দলে খেলছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করছি। কিন্তু এখন আমি অনেক বাস্তববাদী। আমি প্রথমদিনটি শুরু করতে যাচ্ছি বাস্তব একটি লক্ষ্য নিয়ে। যেখানে মাঠের কঠিন ক্রিকেটে আমাকে প্রমাণ করতে হবে।’- কথাগুলো বলছিলেন জাতীয় দলের নতুন মুখ ফজলে রাব্বি মাহমুদ। আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় ওয়ানডে দলের ক্যাম্প। সেই সঙ্গে শুরু হচ্ছে রাব্বির নতুন লড়াইও। সকাল ৯টায় ১৫ সদস্যের দল উপস্থিত হবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরুর আগে দলের অনেক ক্রিকেটারই নিজেদের উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। এর মধ্যে অন্যতম মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। জাতীয় দলের ক্যাম্পে এবার নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশের দুই মহাতারকা ইনজুরির কারণে ছিটকে পড়েছেন মাঠ থেকে। গোটা জিম্বাবুয়ে সিরিজেই তাদের বসে থাকতে হবে দর্শক সারিতে। তাই বিসিবি ঘোষিত দলে তরুণদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।
২১শে অক্টোবর মিরপুর মাঠেই গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৬শে অক্টোবর। তার আগে চলবে কঠোর অনুশীলন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্যও পরীক্ষা তরুণদের নিয়ে। একই পরীক্ষা নতুনদের জন্যও। বিশেষ করে ফজলে রাব্বির জন্য। এই বিষয়ে রাব্বি বলেন, ‘পরীক্ষাতো অবশ্যই। তার আগে আজ থেকে শুরু আমার দেখা ও শেখা। কারণ জাতীয় দলের সঙ্গে কিভাবে থাকতে হয় কিভাবে কাজ করতে হয় সেটিও বড় একটি শেখার বিষয়। আমি তাই যতটা সম্ভব পর্যবেক্ষণ করবো।’ অন্যদিকে নিজের বয়স নিয়েও ভাবনায় নেই তিনি। বরং নির্বাচকদের তিনি ধন্যবাদ দিয়েছেন ৩০ বছর বয়সে তাকে দলে ডাকায়। তিনি প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্যও। রাব্বি বলেন, ‘দেখেন একটা সময় এ বয়সে ফিটনেস ঠিক রাখা কঠিন হতো। কিন্তু এখন সব ক্রিকেটারই নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন। কারণ ক্রিকেটাররা পরিণত হয় ২২ এর পর থেকেই। সত্যি কথা বলতে কী আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমি দলে থাকলেও একাদশে সুযোগ পাবো কিনা জানি না। আবার সুযোগ পেলেই যে অনেক কিছু করে ফেলতে পারবো তাও জানি না। তাই কাজ হবে নিজের ওপর আসা দায়িত্বটা পালন করার চেষ্টা করা। যদি হয় হবে। আর না হলে যে শেষ হয়ে যাবে তাও না।’
একটা সময় রাব্বি ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। ঢুকে পড়েছিলেন চাকরিতে। আবার মাঠে ফিরে এসেছেন ক্রিকেটের টানে। জীবনে দেখেছেন নানা উত্থান আর পতন। এসব কিছু তার ক্রিকেটের ওপর কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে রাব্বি বলেন, ‘আমি এখন আর এটা করবো সেটা করবো ভেবে ক্রিকেট খেলি না। ক্রিকেটে ফিরে এসেছি নিজের আনন্দের জন্য। আমি সেটাই করতে চাই। আমি ক্রিকেট খেলতে চাই কোনো রকম ভয়ডরহীন ভাবে। শুধুই মনের আনন্দের জন্য খেলবো এটাই লক্ষ্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status