খেলা

অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ ভারতের

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ১০:০৬ পূর্বাহ্ন

ঘরের মাটিতে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডে অস্ট্রেলিয়ার পাশে নাম লেখালো ভারত। গতকাল দু’দিন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ (২-০) জিতে নেয় বিরাট কোহলির দল। এ বছর আর নিজেদের মাঠে কোনো সিরিজ (টেস্ট) নেই ভারতের। নিজ মাঠে অজিদের টানা ১০ বার টেস্ট সিরিজ জয়ের কীর্তি রয়েছে দুইবার (১৯৯৪-২০০১ ও ২০০৪-২০০৮)। ভারতের এই পথচলা শুরু হয় ২০০৩ সালে। যার সবশেষ শিকার ওয়েস্ট ইন্ডিজ। গতকাল হায়দরাবাদে মাত্র ৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় কুড়ায় কোহলির দল। টেস্টে উইকেটের হিসাবে যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। প্রথম ইনিংসে ৩১১ রান করার পর জেসন হোল্ডারদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। ভারতের মাটিতে এটি ওয়েস্ট ইন্ডিজের যৌথভাবে সর্বনিম্ন রানের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্যে কপিল দেব ও জাভাগাল শ্রীনাথের পাশে নাম লেখান উমেশ যাদব। ভারতের তৃতীয় পেসার হিসেবে নিজ মাঠে টেস্টে ১০ উইকেটের রেকর্ড গড়েন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন উমেশ। গতকাল ৩০৮/৪ সংগ্রহ তৃতীয় দিন শুরু করে ভারত। হোল্ডার-শ্যাননদের বোলিং নৈপুণ্যে ৫৯ রান যোগ হতেই অলআউট হয় স্বাগতিকরা। ঋষভ পন্ত ৯২ ও অজিঙ্কা রাহানে ব্যক্তিগত ৮০ রান করে আউট হন। এর আগে ওপেনার পৃথ্বী শ ৭০ রান করেন। ম্যাচসেরা হন উমেশ। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন আগের টেস্টে অভিষিক্ত পৃথ্বী। দুই ম্যাচ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক (২৩৭) এই প্রতিভাবান ওপেনার। রাজকোটে অভিষেক ইনিংসেই সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। আর ইনিংস ব্যবধানে জয় পায় ভারত। গুয়াহাটিতে আগামী ২১শে অক্টোবর পাঁচ সিরিজের প্রথম ওয়ানডে। সীমিত ওভারের সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিং
ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ ও ১২৭
ভারত: ৩৬৭ ও ৭৫/০ (১৬.১ ওভার)।
ফল: ভারত ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: উমেশ যাদব (ভারত)
সিরিজসেরা: পৃথ্বি শ (ভারত)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status