খেলা

১০০ বছরের সেরা পেসার জেসন হোল্ডার

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ১০:০৬ পূর্বাহ্ন

বল হাতে কীর্তি গড়লেন জেসন হোল্ডার। এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৩০ উইকেট নিয়েছেন এমন পেসারদের মধ্যে হোল্ডারের বোলিং গড় ১০০ বছরের সেরা। এ বছর প্রথম বোলার হিসেবে টেস্টে চারবার পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন হোল্ডার। সবক’টিই আসে নিজের সবশেষ চার টেস্টে। আর টানা তিন ইনিংসে পাঁচ উইকেট পেলেন হোল্ডার। গতকাল হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩ ওভারের স্পেলে ৫৬ রানে পাঁচ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিস অধিনায়ক। পেস ও স্পিন মিলিয়ে গত পঞ্চাশ বছরের সেরা বোলিং গড়ের রেকর্ডও হোল্ডারের দখলে। ২০০৩ সালে শেষবার ১৫ গড়ের নিচে ৩০ বা তার বেশি উইকেটের কৃতিত্ব দেখান পাকিস্তানের শোয়েব আখতার।
এ বছর এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন হোল্ডার। হোল্ডারের বোলিং গড় ১১.৮৭। গতকাল আরো কয়েকটি রেকর্ডে নাম ওঠে তার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯৪ সালে মোহালি টেস্টে কেনি বেঞ্জামিনের পর প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট পেলেন হোল্ডার। আর কোর্টনি ওয়ালসের পর (২০১০) প্রথম ক্যারিবীয় পেসার হিসেবে পঞ্জিকাবর্ষে চারবার পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন তিনি।
সফরকারী দলের পঞ্চম অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট পেলেন হোল্ডার। সবশেষ ২০১০ সালে হায়দরাবাদে এমন পারফরম্যান্স দেখান নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। অস্ট্রেলিয়ার রিচি বেনো দুইবার, পাকিস্তানের ফজল মাহমুদ ও কোর্টনি ওয়ালশ একবার করে এমন কৃতিত্ব দেখান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status