দেশ বিদেশ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৬ দফা দাবিতে নভেম্বরে সমাবেশ করবে জমিয়ত

স্টাফ রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে আগামী ৯ই নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম। এজন্য সভায় ১৯ সদস্যের জাতীয় সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাজধানীর বারিধারায় জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে দলের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী সভাপতিত্ব করেন। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন জানান, আগামী নভেম্বর মাসের ৯ তারিখকে সম্ভাব্য ধরে ঢাকায় জাতীয় সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানকে সম্ভাব্য স্থান হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়েছে। মাঠ ব্যবহারের অনুমতিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্তভাবে তারিখ ও স্থান দ্রুততম সময়ের মধ্যেই জানানো হবে।
সভায় জমিয়তে নেতারা ৬ দফা তুলে ধরেন। এগুলো হলো তাফসিলের আগেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে, বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।
নির্বাচনের আগে ও পরে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েন করতে হবে,  সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সব উদ্যোগ বন্ধসহ ইভিএম কেনার  সরকারি বরাদ্দ বাতিল করতে হবে, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এসব দাবি আদায়ের লক্ষ্যে আধিপত্যবাদ বিরোধী সব দল ও ব্যক্তিকে এক কাতারে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে হবে। সভায় নেতারা জানান, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকারের হরণ করেছে। নতুন করে আরো নিষ্ঠুরভাবে মৌলিক অধিকার হরণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে সংবাদমাধ্যমের স্বাধীনতাটুকুও হরণ করেছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে যুগপৎ আন্দোলনে নামতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জহীরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, মুফতি মুনির হোসাইন কাসেমী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status