শেষের পাতা

বিকল্প ধারার স্ববিরোধিতা

বিশেষ প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

কেন জাতীয় ঐক্যফ্রন্টে নেই বিকল্প ধারা? রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত এক প্রশ্ন। শনিবার বিকল্প ধারার তিন শীর্ষ নেতা এক সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাব দেন। বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রফেসর বি. চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী কথা বলেন ওই সংবাদ সম্মেলনে। তাদের সাফ কথা- মূলত দুটি কারণে তারা জোটে যোগ দেননি 
। ১. প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক, ২. ক্ষমতার ভারসাম্য। কিন্তু নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে মাহী বি. চৌধুরীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর এই প্রশ্ন সামনে এসেছে যে, বিকল্প ধারা কি জোটে যায়নি, না তাদেরকে নেয়া হয়নি। কারণ ওই ফোনালাপে মাহী বি. চৌধুরীকে বলতে শোনা যায়, আমরা বেরিয়ে যাইনি, আমাদের বের করে দিলেন আপনারা। আপনারা মিটিং করলেন, আমাদের ডাকলেনই না। আপনারা ঘোষণা দেবেন, বি. চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন? আপনি আমাকে বলেন, বি. চৌধুরী সাহেব কামাল হোসেনের বাসায় যাবেন। অথচ উনি বাসায় ছিলেনই না। একবার ফোন করে দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। যৌথ ঘোষণা দেবেন, আমাদের জানিয়েছেন?

আমরা কিন্তু ঐক্য থেকে বেরিয়ে আসিনি। ঐক্য কে চায় না, তা জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। ফোনালাপে মাহী বি. চৌধুরী মান্নাকে উদ্দেশ্য করে এটাও বলেন, আমার মনে হয় একটা চক্রান্তের মধ্যে আপনারা ভিকটিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমার মনে বিশ্বাস থেকে বললাম, ঐক্যপ্রক্রিয়ার নামে ষড়যন্ত্র হচ্ছে। এখানে আমাদের জড়ানোর চেষ্টা করা হচ্ছিল। আমি আল্লাহর রহমতে বেঁচে গেলাম। আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করানো হলো। জবাবে মান্না বলেন, না, আপনি যেভাবে মনে করছেন আমি সেভাবে মনে করছি না। আজকের ঘটনার জন্য আমি মর্মাহত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status