বাংলারজমিন

টু ক রো সং বা দ

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বদরগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে হাতকড়াসহ ওয়াজেদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী পালানোর তিন ঘণ্টা পর ধানক্ষেত থেকে আবারো গ্রেপ্তার হয়েছে। হাতকড়াসহ মাদক ব্যবসায়ী পালানোর ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন- বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না তা’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানেন।
নেত্রকোনায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি: সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের বোবাহালা গ্রাম সংলগ্ন সোমেশ্বরী ও বালস নদীর মোহনা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধের নাম আব্দুল মতিন ওরফে চান্দের বাপ (৮০)। তার বাড়ি পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার শ্রীরাম খিলা গ্রামে। পুলিশ জানায়, সকালে এলাকাবাসী দুই নদীর মোহনায় বৃদ্ধের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
‘গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার পরিবর্তনের বিকল্প নেই’
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসিচব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, উন্নয়নের নামে ক্ষমতাসীন সরকারের এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা পকেট ভারি করছেন। প্রকৃতপক্ষে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। উন্নয়নের মহাসড়কে দেশ ভাসছে তাদের এমন মুখরোচক প্রচারণা করলেও বাস্তবতায় দেশে এখন লুটপাটের রাজনীতি শুরু হয়েছে। দেশব্যাপী গুম, খুন ও নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে উঠেছে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশের মানুষ বাঁচতে চায়, ভোটের অধিকার চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপেজলা খেলাফত মজলিসের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সমপাদক হাফিজ ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য তিনি উপরোক্ত কথা বলেন।
চকরিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেপ্তার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্যারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিদ্দাবাজার গ্রামের হাজি আবদুল মতলবের পুত্র জসিম উদ্দিন (৪২) ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়ার মৃত সামসুল আলমের পুত্র কাইছার হামিদ (৩২)।
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চাকরি হারালো পিয়ন আরিফুল
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: সাদুল্যাপুর উপজেলার তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাকরিচ্যুত হলো ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী (পিয়ন) আরিফুল ইসলাম। এর আগে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে মডেল টেস্ট পরীক্ষা শেষে পিয়ন আরিফুল ইসলাম তার শ্লীলতাহানি করে। আরিফের অশোভনীয় আচরণের অভিযোগ এনে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন বিষয়টি তদন্তের দায়িত্ব অর্পণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারকে।
চসিকের ট্রেড লাইসেন্স ইস্যুতে ওয়ান স্টপ সার্ভিস চালু
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ইস্যুতে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গতকাল সকালে এই সার্ভিস চালু করা হয়। কোম্পানির ওয়াং জু সুপার মার্কেট বিডি লি.’র আবেদনের প্রেক্ষিতে এ সার্ভিসের আওতায় তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই করে ৭৩০০১ নম্বরের একটি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান ওয়াং জু সুপার মার্কেট বিডি লি.’র চেয়ারম্যান জুল লি হংকে এতদসংক্রান্ত ট্রেড লাইসেন্সটি হস্তান্তর করেন। ওয়ানস্টপ সার্ভিসের আওতায় ট্রেড লাইসেন্স প্রদানকালে চসিক পরিসংখ্যান কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী ও ডিটিও রূপন কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার সুস্মি (১৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকার সাখোয়াত হোসেনের স্ত্রী।
ময়মনসিংহ জেলা পুলিশের প্রথম স্থান অর্জন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার পুলিশের মধ্যে ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএমের নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ ৫টি ক্যাটাগরিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গতকাল ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কনফারেন্স হলে এক সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, উদ্ধার, ট্রাফিক জরিমানা আদায়সহ ৫টি ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলা পুলিশ পুরস্কার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি শ্রেষ্ঠ জেলা পুলিশের পুরস্কার তুলে দেন রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএমকে।
রাজারহাটে চুরি যাওয়া অটোবাইকসহ গ্রেপ্তার ৩
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে চুরি যাওয়া অটোবাইক লালমনিরহাটে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। উপজেলার সদর ইউপির কেন্দ্রা পণ্ডিতপাড়া এলাকার অটো মালিক আবুল কাশেমের অটোবাইকটি বাড়ি থেকে গত ১০ অক্টোবর রাতে চুরি হয়ে যায়। পরদিন আবুল কাশেম রাজারহাট থানায় ৪ জনের নাম উল্লেখ পূর্বক ৩/৪ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে। ওই রাতে থানা পুলিশ অভিযানে নামে। গত রাতে চুরি যাওয়া অটোবাইকটি লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর ধনীটারী এলাকার মামলার ৩নং আসামি ইদ্রিস আলীর বাড়ি থেকে উদ্ধার হয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ৩ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-নুরন্নবী (৩২), আব্দুস ছাত্তার (২১) উভয়ের সাং-রাজারহাট উপজেলার খিতাবখাঁ প্রামানিকটারী, ইদ্রিস আলী (২৫) লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর ধনীটারী এলাকার কালেব উদ্দিন ওরফে বাতাসু এর পুত্র বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সরদার আরমান জানান, ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকী ১ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজারহাট থানার যাহার মামলা নং-০৬, তাং-১১-১০-১৮ ইং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status