বাংলারজমিন

পাবনায় সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্ট, পাবনা থেকে

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন দুর্বৃত্তদের হামলার গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে শহরের সেবা হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা গুরুতর আহত সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্বপনের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা মানবন্ধন করেছে। পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অমিত কুমার সরকার জানান, আহত সাংবাদিকের মাথায় আঘাতে জখম হয়েছে, বাম হাতটি ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সাংবাদিকের বরাত দিয়ে পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব থেকে রিকশাযোগে শহরের দিলালপুরস্থ কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। পথিমধ্যে সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙে যায়। চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহকর্মী সাংবাদিকরা। এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে র‌্যাব ও পুলিশের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন এবং আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি আরো জানান, কারা, কি কারণে সাংবাদিক স্বপনের ওপর হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status