এক্সক্লুসিভ

মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তন আনোয়ার ইব্রাহিমের

মানবজমিন ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০৬ পূর্বাহ্ন

মধ্যবর্তী নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে ফের মূলধারার রাজনীতিতে ফিরলেন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই আলোচিত প্রত্যাবর্তন বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হওয়ারই অংশ। এ বছরের মে মাসে হওয়া নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয়লাভ করে মাহাথির-ইব্রাহিমের জোট। তখনো কারান্তরীণ ছিলেন ইব্রাহিম। দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতায় একসময়কার শত্রুতা ভুলে এক হন প্রাক্তন গুরু-শিষ্য। ঠিক হয়, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থেকে আনোয়ারের হাতে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন মাহাথির। এ খবর দিয়েছে গার্ডিয়ান। খবরে বলা হয়, বেশ কয়েক বছর আগে সমকামিতার অভিযোগে দণ্ড পাওয়ার পর নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারান আনোয়ার। তবে মাহাথির ক্ষমতায় আসার পর তিনি মুক্তি পান। পাশাপাশি রাজকীয় ক্ষমাও লাভ করেন। এ কারণেই ফের নির্বাচনে লড়ার যোগ্যতা অর্জন করেন তিনি। মালয়েশিয়ার নির্বাচন কমিশন বলেছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর পোর্ট ডিকশন আসনের মধ্যবর্তী নির্বাচনে মোট ৩১ হাজার ভোট পান আনোয়ার। তার ছয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী পান মাত্র ৭৪৫৬ ভোট। সোমবার আইনপ্রণেতা হিসেবে শপথ নেবেন আনোয়ার। জয় পেয়ে তিনি পার্লামেন্টে সংস্কার আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মূলত, মাহাথিরের সময়ই প্রভাবশালী ক্ষমতাধর নেতা ছিলেন আনোয়ার। তবে দুজনের মধ্যে ক্ষমতার লড়াইয়ে পরাজয় হয় আনোয়ারের। তিনি সমকামিতা ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। অপরদিকে ২০০৩ সালে দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন মাহাথির। ২০০৪ সালে আনোয়ার মুক্তি পেয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে ফের সমকামিতার অভিযোগে দণ্ড পান তিনি। ওদিকে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলে বিরাট দুর্নীতি কেলেঙ্কারিতে ক্ষুব্ধ হয়ে ফের মূলধারার রাজনীতিতে ফেরার ঘোষণা দেন অবসরে থাকা মাহাথির। তিনি ও আনোয়ার মিলে জোট গঠন করেন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে। ৯ই মে’র নির্বাচনে জয়ী হয় মাহাথির-আনোয়ারের জোট। বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা ৯৩ বছর বয়সী মাহাথির বলেছেন, তিনি ২ বছর ক্ষমতায় থাকতে চান। এরপর প্রতিশ্রুতি মোতাবেক আনোয়ারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন। জন ক্যাবট বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষজ্ঞ ব্রিজেট ওয়েলশ বলেন, ‘আনোয়ার পার্লামেন্টে কী করতে পারবেন এবং সরকারে যারা এখন আছে তাদের সঙ্গে তার সম্পর্ক কেমন হয়, সেদিকেই এখন মনোযোগ দেয়া উচিত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status