বাংলারজমিন

শিক্ষার মানোন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে...অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৪২ পূর্বাহ্ন

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছে। শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার যত বার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। নতুন নতুন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষা ব্যবস্থাকে একেবারেই মানুষের দোর গোড়ায় নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এখন প্রতিটি গ্রামে স্কুল, মাদরাসা পাওয়া যায়। শিক্ষার জন্য এখন ছাত্রছাত্রীরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে হয় না। উচ্চ শিক্ষার জন্য প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজও শুরু করেছি আমরা।
রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একমাত্র বিদ্যাপীঠ আবদুল মজিদ কলেজ সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে, ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৫ম তলা ভিত বিশিষ্ট ৫ম তলা একাডেমিক ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সবার আগেই সুনামগঞ্জ জেলায় একটি ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ২-১ মাসের মধ্যে আমরা হয়ত মেডিকেল কলেজের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পারবো। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আলোচনা সভায়, আবদুল মজিদ কলেজের দাতা সদস্য ও জয়কলস ইউপি সাবেক চেয়ারম্যান হাজী আবদুল লতিফ কালাশাহ’র সভাপতিত্বে, আবদুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকীম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ স¤পাদক আবাব মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহসভাপতি জুবেল আহমদ, শিক্ষা বিষয়ক স¤পাদক শহীদ মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান, প্রভাষক মাসুদুর রউফ পল্লব, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় দেব, প্রভাষক মনিরা বেগম, প্রভাষক শিবানী দাস, কলেজের অফিস সহকারী ফখরুল ইসলাম, কলেজের ছাত্রী জুঁই দাস ও শামিমা আক্তার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status