বাংলারজমিন

বগুড়ায় আঞ্চলিক শ্রম দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৪২ পূর্বাহ্ন

শ্রম অধিদপ্তরাধীন ছয়টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোববার বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, গণপূর্ত সার্কেল বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ার উপ-পরিচালক মো. খোরশেদ আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, গৃহনির্মাণ শ্রমিক পরিষদ, বগুড়ার সভাপতি আলমগীর হোসেন, বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তালুকদার, বগুড়া জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান ম-ল, শ্রমিক নেতা আব্দুস সাত্তার তারা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই-ই করে যাবো। তিনি বগুড়ায় শ্রমিকদের জন্য ৫০ শয্যা হাসপাতাল ও মহিলাদের আবাসনের দ্রুত ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। শেষে ৭ কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status