বিনোদন

সবচেয়ে সফল জুটির নায়ক রাজ্জাক

গ্রন্থনা : বিনোদন বিভাগ

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৩৩ পূর্বাহ্ন

দীর্ঘ ৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নায়করাজ রাজ্জাক অভিনয় করেছেন পাঁচশরও বেশি সিনেমায়। রাজ্জাকের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় জুটি গড়েছিলেন কবরী। এর বাইরে তার সঙ্গে আরো অনেক নায়িকাই জুটি বেঁধে পেয়েছেন সফলতা। রাজ্জাকই একমাত্র নায়ক, যার সঙ্গে গড়ে উঠেছে ঢাকাই ছবির সবচেয়ে বেশি সফল এবং জনপ্রিয় জুটি। নায়করাজের প্রথম নায়িকা সুচন্দা। একটা সময় রাজ্জাক-সুচন্দা জুটি মানেই ছিল সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়। ‘বেহুলা’ দিয়ে পথচলা শুরু রাজ্জাক-সুচন্দা জুটির। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বাংলাদেশে ভারতীয় ছবি আসা বন্ধ হয়ে গেলে বাংলা সিনেমার দর্শকরা উত্তম-সুচিত্রা জুটির পর রাজ্জাক-সুচন্দা জুটিকেই সাদরে গ্রহণ করেছিল। তারা একসঙ্গে ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কুচবরণ কন্যা’, ‘মনের মত বউ’, ‘সংসার’, ‘প্রতিশোধ’, ‘জীবন থেকে নেওয়া’ প্রভৃতি নন্দিত সিনেমায় অভিনয় করেন। কবরী তার ক্যারিয়ারের সাড়া জাগানো ছবিগুলো করেছেন রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে। ১৯৬৮ সালে রাজ্জাক ও কবরীকে জুটি করে সুভাষ দত্ত নির্মাণ করেন ‘আবির্ভাব’। জুটি হিসেবে রাজ্জাক-কবরীকে দর্শক দারুণভাবে গ্রহণ করেন। রাজ্জাক-কবরী জুটির প্রেমের অনবদ্য উপস্থাপন দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়। তাদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘রংবাজ’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নিচে’, ‘দ্বীপ নেভে নাই’, ‘কাচের স্বর্গ’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘বেঈমান’ প্রভৃতি। নায়করাজের সঙ্গে অন্যতম জুটি ছিল সত্তরের দশকের নন্দিত নায়িকা শবনমের। ‘নাচের পুতুল’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেন। এছাড়া ‘যোগাযোগ’, ‘আখেরী স্টেশন’, ‘চোর’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন। তুমুল হিট জুটি বলা হয় রাজ্জাক এবং শাবানাকে। ‘অবুঝ মন’ এবং ‘মধু মিলন’ দুটো ছবিতে অভিনয় করার মাধ্যমে তাদের জুটি গড়ে ওঠে। এরপর এই জুটির একের পর এক জনপ্রিয় ছবি পায় দর্শকরা। এরপর অভিনয় করেন ‘রজনীগন্ধা’, ‘ছুটির ঘণ্টা’, ‘এতটুকু আশা’, ‘মায়ার বাঁধন’, ‘ঝড়ের পাখি’, ‘দুই পয়সার আলতা’, ‘চাপা ডাঙার বউ’ প্রভৃতি ছবিতে। ঢাকাই ছবির রাজ্জাক-ববিতা জুটি ছিল অন্যতম সেরা রোমান্টিক জুটি। তাদের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘লাইলি-মজনু’ ও ‘অনন্ত প্রেম’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status