বাংলারজমিন

জুড়ীতে ২টি মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:৫৯ পূর্বাহ্ন

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে দুইটি মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলোর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, জুড়ী বড়লেখা আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহাব উদ্দিন। এ উপলক্ষে জাঙ্গীরাই দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। মাদরাসা শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকার দেড় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। তাছাড়া কওমী শিক্ষার স্বীকৃতিসহ ইসলামি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো এই সরকারকে ফিরিয়ে আনতে তিনি এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। জাঙ্গীরাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুর রহিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. বদরুল হোসেন, আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আব্দুল কাইয়ুম প্রমুখ। মানপত্র ও স্বরচিত কবিতা পাঠ করেন মাদরাসার সুপার মাওলানা শফিকুল ইসলাম। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির দারা, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, উপজেলা উলামা লীগের সভাপতি মাওলানা রুস্তম আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্রী রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ৮নং জাঙ্গীরাই ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুল জব্বার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জমির আলী প্রমুখ। পরে প্রধান অতিথি ৯নং ওয়ার্ডে স্থাপিত নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদরাসায় অনুরূপ একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status