অনলাইন

মৌলভীবাজারে যুবদলের মিছিল

পুলিশের দাবি সংঘর্ষের প্রেক্ষিতে গুলি: যুবদলের না

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৬:৩৭ পূর্বাহ্ন

তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে রবিবার দুপুরে মৌলভীবাজার কুসুমভাগ বড়হাট এলাকায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি শহরের কুসুমভাগ এলাকা প্রদক্ষিণ শেষে বড়কাপন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল মুঠোফোনে মানবজমিনকে জানান, জেলা যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যে যার মত ঘরে ফেরে।
তবে পুলিশের দাবী, যুবদলের ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল ছোঁড়া হয়। তখন পুলিশের ৪ সদস্য আহতও হন। তাই বাধ্য হয়ে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। আহতরা হলেন মৌলভীবাজার মডেল থানার এসআই ইমরান আহমদ, এ এস আই রনেশ ভট্টাচার্য, কন্সটেবল রনধীর দাস ও মোবারক হোসেন।
তারা মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ মানবজমিনকে জানান, দুপুরে শহরে বড়হাট হয়ে কুসুমভাগ এলাকায় জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এসময় ওই মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে ৪ জন পুলিশ আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্তে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম আহমদ নামের এক কিশোরকে আটক করেছে।
তবে পুলিশের এমন বক্তব্য অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন বলেন, এধরনের কোন ঘটনাই ওই সময় ঘটেনি। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে। আটক ওই কিশোরকে তাদের কর্মী নয় বলেও জানান জাকির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status