অনলাইন

পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ের সামনে বাম জোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৫:৪০ পূর্বাহ্ন

ছবি- নাসির উদ্দিন

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের স্বৈরতন্ত্র, দুঃশাসন, জুলুম, লুটপাটের প্রতিবাদে গতকাল সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ দুপুরে জোটের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাবের সামনে থেকে মিছিলসহকারে জোটের নেতাকর্মীরা পল্টন হয়ে সচিবালয়ের প্রবেশমুখে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান করে বাম জোটের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জোটের কয়েকজন আহত হয়।

এ সময় বিক্ষোভ-সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ইভিএমের ব্যবহার না করা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট আগামী ২৩ অক্টোবর সারা দেশে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। ঢাকায় এ অবস্থান হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। এ ছাড়া ২৯ অক্টোবর  প্রেসিডেন্টের   কাছে স্মারকলিপি দেবে।

এর আগে আয়োজিত সমামেবেশে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আজ দেশের প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পর্যন্ত নিয়ন্ত্রন করছে সরকার। তাই আওয়ামী লীগ না করলে বর্তমানে আর সরকারি চাকরিতে প্রবেশ করা যায় না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও দলীয়করণ করা হচ্ছে উল্লেখ করে সাকি বলেন, তারা আজ যেসব কথা বলেন মনে হয় তারাও আওয়ামী লীগ করেন। এমনকি কে কোন দল করবে, দলের নিবন্ধন সব কিছু গোয়েন্দারা নিয়ন্ত্রণ করছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। এর পরিবর্তন আনতে হবে, আর এর পরিবর্তন আনতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা ফখরুদ্দীন কবীর আতিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status