অনলাইন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ী বাইলেন এসকে হাসপাতালের পেছনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  নিহত শরীফ (৩২) নগরীর কেষ্টপুর দৌলতমুন্সী বাইলেন এলাকার নাজিম উদ্দিন প্রকাশের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, তাদের দুটি দল রোববার গভীর রাতে কালিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে।
এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

ওসি জানায়,পুলিশের করা ‘শীর্ষ মাদক চোরাকারবারিদের’ তালিকায় শরীফের নাম ছিল। শরীফ পুলিশের ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি। মাদক ব্যবসা ছাড়াও সে একটি ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে থানায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status