দেশ বিদেশ

বিএনপি এখন প্রমাণিত সন্ত্রাসী দল: ওবায়দুল কাদের

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১শে আগস্ট হত্যা মামলার রায়ের পর বিএনপি এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। একইসঙ্গে পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি’র একটি অংশ জড়িত বলে মন্তব্য করেন তিনি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এ দেশে যারা রাজনীতিতে নীতি-নৈতিকতার কথা বলেন, গণতন্ত্রের নামে মায়াকান্না করেন তারা আজ খুনি-সন্ত্রাসীদের সঙ্গে তথাকথিত জাতীয় ঐক্য গড়তে যাচ্ছে। বিএনপি আজকে ২১শে আগস্টের ঘটনায় হতাশ ও দিশাহারা এবং জনবিচ্ছিন্ন হওয়ার যে বেদনা তারা আজকে আড়াল করতে পারছেন না। এখন তারা ফেব্রুয়ারির পিলখানার হত্যাকাণ্ডের কথা বলছে, বিষোদগার করছে, সরকারের সংশ্লিষ্টতার তথাকথিত কথা বলছে। সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে সতর্ক করে বলেন, কথাবার্তা শালীনতা বজায় রেখেই বলা উচিত। শালীনতার সীমারেখার বাইরে যাওয়া উচিত নয়। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিষফোঁড়া, যাদের রাজনৈতিক হাতিয়ার হচ্ছে সন্ত্রাস। তারা পলিটিকস ও ভায়োলেন্সকে একত্র করে ফেলেছে। মন্ত্রী বলেন, ২১শে আগস্ট হত্যা মামলার রায় হওয়ার পর তারা আসলেই ধরা পড়ে গেছে। সত্যকে আড়াল করার জন্য মুখের বিষ ও গলার জোর দিয়ে আবোল-তাবোল বলছে।
বিএনপি’র উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, তাদের বুদ্ধিজীবী এক নেতা সেনাপ্রধানকেও আক্রমণ করতে ছাড়েননি। এ ধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক। সেনাপ্রধান সম্পর্কে না জেনে মিথ্যা, বানোয়াট ও অসত্য মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার দাবি জানান কাদের। অন্যথায় এ জন্য বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমি অবাক হচ্ছি, যারা নীতি-নৈতিকতা ও গণতন্ত্রের কথা বলে, তারা খুনি ও সন্ত্রাসী দলের সঙ্গে তথাকথিত জাতীয় ঐক্য করতে যাচ্ছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, ২১শে আগস্ট মাস্টারমাইন্ড হিসেবে যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন। এই রায়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া বাসের চালকের চেয়ে বেশি বেপরোয়া বক্তব্য দিতে শুরু করেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কেউ প্রশ্ন তোলেননি। আজকে বিএনপি সেখানেও তাদের মুখের বিষ ঢেলে দিচ্ছে। তারা বলছে, সরকারই নাকি দায়ী। কাদের বলেন, ‘২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের মতো পিলখানা হত্যাকাণ্ডের আসামিদেরও পালিয়ে যেতে বিএনপি’র নেতৃত্বাধীন একটি টিম সহায়তা করেছে। এটা আমার সাজানো কথা নয়। যিনি বেলা ১১টার আগে ঘুম থেকে ওঠেন না, তিনি কেন সকাল সাড়ে সাতটায় বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন?’ কাদের বলেন, ‘কেঁচো খুঁড়তে চান? কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে। সেই সাপে আপনাদেরই দংশন করবে।’ এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে ডিআইজি আতিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা এসপি আনিসুর রহমান, হাইওয়ে এসপি শফিকুল ইসলাম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম, কাঁচপুর হাইওয়ে ওসি কায়ুম আলী সরদার, টিআই জাহাঙ্গীর আলম প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status