দেশ বিদেশ

ডেনিম এক্সপোর নবম আসর বসছে ৭ই নভেম্বর

অর্থনৈতিক রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৭ ও ৮ই নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসর। ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয়গুলো সহজবোধ্য করে তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসাবে ‘সিমপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ৬২টি প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও বিপুলসংখ্যক দর্শনার্থী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই আসরে ডেনিম শিল্পের উদ্ভাবন ও সর্বশেষ প্রযুক্তি বিশ্বের ক্রেতা ও দেশীয় প্রস্তুতকারকদের কাছে সহজ উপায়ে বিস্তারিত তুলে ধরা হবে। মোট তিনটি সেমিনারে আলোচকরা ডেনিম শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনগুলো নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশ ডেনিম এক্সপো’র প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো’র মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ডেনিম সমপ্রদায়ের চাহিদাগুলো পূরণ করা। পাশাপাশি দেশের ডেনিম পণ্যগুলো সম্পর্কে বিশ্বকে জানানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা এবং ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবনগুলোর বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি করা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status