দেশ বিদেশ

উপনির্বাচনে বিজয়ী মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম

মানবজমিন ডেস্ক

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

উপনির্বাচনে পোর্ট ডিকসন আসনে বিজয়ী হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন দল পাকাতান হারাপানের প্রধান আনোয়ার ইব্রাহিম। ভোটার উপস্থিতি কম থাকলেও তিনি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৩১ হাজার ১৬ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার খায়েরি মামুর ঘোষণা করেছেন পাকাতান হারাপান দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পিএএসের লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ নাজারি মোখতার, আনোয়ার ইব্রাহিমের সাবেক সহযোগী মোহাম্মদ সাইফুল বুখারি আজলান, নিরপেক্ষ প্রার্থী ইসা সামাদ, কান চি ইউয়েন, স্টিভ চ্যান ও লাউ সেক ইয়ান। এর মধ্যে মোহাম্মদ নাজারি পেয়েছেন ৭৪৫৬ ভোট। ইসরা পেয়েছেন ৪২৩০ ভোট। সাইফুল পেয়েছেন ৮২ ভোট, চ্যান ৩৩৭ ভোট, কান ১৫৪ ভোট এবং লাউ পেয়েছেন ২১৪ ভোট। এ ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের সামনে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনার দুয়ার খুলে গেল। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্টার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status