দেশ বিদেশ

পূজার পর ফের ট্রাফিক সচেতনতা- ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

আসন্ন দুর্গাপূজার পর ফের ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজার পর ১৫ দিন বা মাসব্যাপী আবারও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আমরা একইসঙ্গে কাজ করবো। এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
কমিশনার বলেন, ধারাবাহিক ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন এসেছে, তবে এটা ভিজ্যুয়াল করার জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় অনেক ব্যর্থতা থাকলেও পুলিশের পরিশ্রম বা ইচ্ছার কোনো ঘাটতি নেই। তিনি বলেন, অন্য কর্মজীবীরা আট ঘণ্টা কাজ করলেও পুলিশ সদস্যরা সর্বনিম্ন ১২ ঘণ্টা ও সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। ট্রাফিক ব্যবস্থাপনার সবচেয়ে প্রধান সমস্যা আমাদের আইন না মানার সংস্কৃতি। ঈদে ৩০-৪০ লাখ মানুষ ঢাকা ছেড়ে যায়, তখন যানজট থাকে না। এর মানে এ শহর অতিরিক্ত মানুষের চাপ নিতে পারছে না। অপর্যাপ্ত সড়কের পাশাপাশি আমাদের সড়কে ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পনার ত্রুটি রয়েছে। এজন্য ভৌত-অবাকাঠামোগত পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। সমাজের গণ্যমান্যরা আইন না মানলে সাধারণদের কতটা দোষ দিতে পারি? তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বরতরা আগে আইন মানুন। এমনকি পুলিশ সদস্যদের কেউ ট্রাফিক আইন অমান্য করলে কাউকে একবিন্দু ছাড় দেয়া হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status