বাংলারজমিন

আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। গতকাল পূর্ব ডেন্ডাবর আরইবি রোড সংলগ্ন এলাকায় কামাল হোসেনের নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। নিহত জাহিদ হাসান (৩৫) বাগেরহাট জেলাধীন সদর থানার খানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। সে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া আলম হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। নিহতের সহযোগী সুজন মিয়া জানায়, দুপুরে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ইলেকট্রিক কাজ করতে যান তিনি ও ইলেকট্রিশিয়ান জাহিদ। এ সময় তারে একটি লিকেজ টেপ দিয়ে বন্ধ করার চেষ্টা করছিল জাহিদ। কিন্তু তারে থাকা অন্য আরেকটি লিকেজ মেঝেতে জমে থাকা পানির সংস্পর্শে এলে জাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তিনিও সামান্য আহত হন। পরে দৌড়ে নিচে গিয়ে মেইন সুইচ বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় জাহিদকে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ট্রাক চাপায় তাজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক নিহত হন। নিহত তাজুল ইসলাম নীলফামাড়ি জেলার জলডাঙ্গা থানার সোলবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। সে জামগড়া এলাকায় থেকে স্থানীয় দেবোনিয়ার পোশাক কারখানায় কাজ করতো। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status