বাংলারজমিন

চরফ্যাশনে ৮ জেলের জেল জরিমানা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

চরফ্যাশনের মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে আটকের পর ৬ জেলের ১ বছর জেল ও ২ জেলের ৫ হাজার টাকা করে অর্থ দ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড যৌথ অভিযানে চরফ্যাশনে মেঘনার অববাহিকায় বেতুয়া স্লুইস ঘাট সংলগ্ন নদী থেকে জেলেদের আটক করা হয়। এদের চরফ্যাশন উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে ভোলা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক’র ভ্রাম্যমাণ আদালতে ৬ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদ- ও ২ জেলেকে ৫ হাজার টাকা করে অর্থ দ-ে দ-িত করা হয়েছে। এরা হলেন, আঃ করিমের ছেলে, রাজিম (১৮), ফজলুল হকের ছেলে মসলে উদ্দিন (২৮), আঃ মালেকের ছেলে রিয়াজ (২৫), এছাহাকের ছেলে নুরুল আলম (১৮), সাইদুল হকের ছেলে জিয়াউর রহমান (১৯), আবদুল কাদেরের ছেলে আঃ রহমান (২৯)। এছাড়া রাশেদ ও রিপনকে ৫ হাজার টাকা করে অর্থদ-ে দ-িত করা হয়। উপজেলা মৎস্য অফিস প্রশাসনিক কর্মকর্তা মো. আব্বাছ উদ্দিন জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে এই জেলেদের আটক করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status