এক্সক্লুসিভ

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত

মানবজমিন ডেস্ক

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে ২০১৯-২০২১ সালের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ ৭৩তম সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নানদ্যা এস্পিনোসা।

ভোট গণনা শেষে শুক্রবার ফল ঘোষণা করা হয়। মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ৯৭ ভোটের প্রয়োজন থাকলেও বাংলাদেশ ১৭৮টি সদস্য রাষ্ট্রের ভোট পেয়েছে।

বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিগণ। ফল ঘোষণার পর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এতে তারা বলেন, এই বিজয় গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সময়োপযোগী মানবিক ও সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সমুজ্জ্বল করেছে।
এদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) বাংলাদেশকে সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে আন্তর্জাতিক ৩টি মানবাধিকার সংগঠন। তাদের দাবি, বাংলাদেশে তীব্র মানবাধিকার লঙ্ঘন হওয়ার কারণে দেশটি ইউএনএইচআরসির সদস্য পদ লাভের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিবৃতি প্রদানকারী মানবাধিকার সংগঠন তিনটি হলো ইউএন ওয়াচ, হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও রাউল ওয়ালেনবার্গ সেন্টার ফর হিউম্যান রাইটস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status