খেলা

এমন জয়ে খুশি নন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

একদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। আর এমন ম্যাচের আগে শুক্রবার সৌদি আরবের ১০ জনের দলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। এই দলকেই ১৯৯৯ ফিফা কনফেডারেশনস কাপে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে সৌদির বিপক্ষে দলের এমন জয়ে খুশি নন দলটির কোচ লিওনার্দো বাচ্চি তিতে। ম্যাচশেষে তিনি বলেন, শুরুতে যেমনটা ভেবেছিলাম, তেমন খেলা আমরা খেলতে পারিনি। এই দলের জন্য এমন খেলা প্রত্যাশার অনেক নিচে ছিল। আমাদের ভুগতে হয়েছে। কারণ, দলের মূল কাঠামোয় পরিবর্তন আনা হয়েছিল। নতুন বেশ ক’জন খেলোয়াড়কে নামিয়েছি, পরস্পরের মধ্যে তাই বোঝাপড়াটা তেমন ছিল না। আশা করছি আর্জেন্টিনার বিপক্ষে সেরাটা দিয়েই খেলবে ছেলেরা। শুক্রবার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস প্রথমার্ধের শেষদিকে ব্রাজিলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে জাল খুঁজে নেন জুভেন্টাস ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। এদিন প্রতিপক্ষের গোলপোস্টে ১৫টি শট নেয় ব্রাজিল। এরমধ্যে ৫টি শট লক্ষ্যে রাখতে পারে তারা। আর ব্রাজিলের গোল পোস্টে ৮টি শট নেয় সৌদি আরব। কিন্তু একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বাদশ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেন নেইমার। তার সেই চেষ্টা ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক আল কোয়াইস। ২৬তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেড ফের ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৪৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ম্যানসিটির এই তরুণ ফরোয়ার্ড। ৮৫তম মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল কোয়াইস। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স সান্দ্রো। নেইমারের কর্নার থেকে হেডে গোলটি করেন জুভেন্টাসের এই ডিফেন্ডার। বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায়ের পর এ নিয়ে টানা তিন প্রীতি ম্যাচে জয় পেলো ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status