বাংলারজমিন

টু ক রো খ ব র

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে ইদ্রিছ আলী (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের ছাবেদ আলীর পুত্র ইদ্রিছ আলী ও একই গ্রামের কেরামত আলীর ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।হারেঞ্জা মৌজার প্রায় নয় শতক জমির উপর আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সকালে কেরামত আলীর লোকজন জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ইদ্রিছ আলী জমিতে বাধা দিলে প্রতিপক্ষ কেরামত আলীর পুত্র রুস্তুম আলী, আবদুল বারিকসহ তাদের সহযোগীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ইদ্রিছকে উদ্ধার করে হোসেনপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল বারিককে আটক করে। হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাসাইলে জামায়াতের আমীরসহ ৭ নেতাকর্মী আটক
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাসাইলে উপজেলা জামায়াতের আমীরসহ বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপি নেতা আলম মিয়া ও হোসাইন জমাদার। ওসি আনিচুর রহমান বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক চলাকালে উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ ৯৪টি ধর্মীয় বই, দুই ব্যাগ ইটের খোয়া ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। আটক ৭ জন ছাড়াও অজ্ঞাত ৭০-৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটকদের ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।

মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে জালিমন নেছা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ সন্তানের জননী জালিমন পিরোজপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। গতকাল সকাল ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পারিবারিক কাজকর্ম নিয়ে জালিমন ও তার স্বামী গোলাম মোস্তফার মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। সর্বশেষ শুক্রবার বিকেলে তাদের ঝগড়া হয়। শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের আড়ার সঙ্গে জালিমন খাতুনের ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় পুলিশকে খবর দেয়া হয়। মেহেরপুর সদর থানা সূত্র জানায়, নিহতের ঘটনায় কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়ার প্রক্রিয়া চলছে।

ইবিতে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা দেয়ার কাজ সম্পন্ন হয়েছে। এ বছর ইবির ৪টি ইউনিটের ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন পড়েছে ৪৮ হাজার ৭১৯টি। এতে আসনে প্রতি লড়বে ২১ জন শিক্ষার্থী। আজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে। রেজিস্ট্রার অফিস সূত্রে, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ আসনের ভর্তি পরীক্ষা নেয়া হবে। গড় হিসেবে প্রতি আসনে ২১ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবে। চলতি সেশন থেকে ৫টি অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৪টি ইউনিটের অধীনে। এতে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৯৯৬টি। অধীনে মানবিক ও সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের বি ইউনিটে ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। ব্যবসায় অনুষদভুক্ত সি ইউনিটে আবেদন এসেছে ৭ হাজার ১৪৭টি। আর বিজ্ঞান অনুষদের ‘ডি ইউনিটে’ ১৮ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু ফরম উত্তোলন করেছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, আগামী ১৬-২৮শে অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যঃঃঢ়://রঁ.নরমসংড়ভঃ.পড়স থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অ্যাপলিকেশন আইডি নম্বর ব্যবহার করে ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে সঙ্গে রাখতে হবে।

খুলনায় যুবলীগ নেতা সাঈদসহ আটক ৩
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে। শুক্রবার রাতে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সাঈদ হোসেন (৩৩), রূপসা স্ট্যান্ড রোডের বাবু বিশ্বাস (৩১) ও নতুন বাজার ওয়াবদা মসজিদ গলির মো. আরিফ মৃধা (২৫)।

হবিগঞ্জে ভ্যানচাপায় নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে টমটম থেকে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় সন্ধ্যা রানী সরকার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রাণী সরকার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নতুল্লাহপুর এলাকার প্রভু সরকারের স্ত্রী। পুলিশ জানায়, দুপুরে হবিগঞ্জ থেকে একটি টমটম বেপরোয়া গতিতে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। এসময় একটি পিকআপ ভ্যান সামনে এসে পড়ায় টমটম চালক নিয়ন্ত্রণ হারায়। এতে টমটমে থাকা যাত্রী সন্ধ্যা রাণী রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ওই পিকআপ ভ্যানের চাপায় তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত টমটম এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status