বাংলারজমিন

কক্সবাজারে ৩০১ মণ্ডপে দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

 দরজায় কড়া নাড়ছে সনাতনীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। ১৪ই অক্টোবর মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। আর ১৫ই অক্টোবর মহাষষ্টীর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রার পর সপ্তমী, অষ্ঠমী ও নবমীর শেষে ১৯শে অক্টোবর মহাদশমীতে সৈকতে বসতে বিসর্জন মেলা। এবারে কক্সবাজার জেলায় ছোট-বড় ৩০১ মন্ডপ পূজা উদযাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। বাৎসরিক এ উৎসবের মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরী করেছেন কক্সবাজারের মৃৎ শিল্পীরা। সব কিছু শেষ পর্যায়ে এখন শুধু রঙের শেষ আঁচড় দেয়া নিয়ে কারিগররা ব্যস্ত রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status