বাংলারজমিন

ভূঞাপুরে মহড়ায় অংশ নিয়ে ৮ শিক্ষার্থী আহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ভূঞাপুরে শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় অংশ নিয়ে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলো মনির, শিমুল, মিনহাজ, আমিনুল, সোহান, রিফাত, মিয়াদ ও সাইফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পা ভেঙে গেছে।
জানা যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ প্রশমনে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড গণসচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মহড়ায় ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের  পাঁচ শতাধিক ছাত্র ও-ছাত্রী অংশগ্রহণ করে। মহড়া চলাকালে ফায়ার সার্ভিস কর্মীদের অসচেতনতার কারণে অর্ডিনারী ব্রাঞ্চ পাইপ ছুটে গিয়ে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পায়ে আঘাত করে। এতে তার পা ভেঙে যায়। এ সময় ভয়ে ছাত্র-ছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করলে আরো সাত ছাত্র আহত হয়। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status