খেলা

পাতানো ছিল নেইমারের হ্যাটট্রিকের ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১:৪৬ পূর্বাহ্ন

এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শুরুতেই ধাক্কা খায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুলের কাছে হারে শুরু হয় পিএসজির চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-১ গোলে উড়ন্ত জয় পায় টমাস টুখেলের দল। ‘সি’ গ্রুপের সেই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান নেইমার। তবে এ ম্যাচ পাতানো ছিল, এমনটাই সন্দেহ করছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (ইউয়েফা)। এ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। এমন তথ্যই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। গত ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয় পিএসজি। তার কিছুদিন আগে ইউয়েফা গোপন সূত্রে খবর পায়, সার্বিয়ান ক্লাবটির ঊর্ধ্বতন কর্মকর্তা এই ম্যাচ ঘিরে মোটা অঙ্কের বাজি ধরেছেন। সেই কর্মকর্তার পরিচয় অবশ্য এখনো জানা যায়নি। ফরাসি গণমাধ্যম জানায়, ওই ব্যক্তি নিজ দলের ৫ গোল ব্যবধানে হারের পক্ষে প্রায় পাঁচ মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন। ম্যাচের ফলাফলও হয়েছে ঠিক তাই। ৫ গোল ব্যবধানে হেরেছে ২৬ বছর পর ইউরোপসেরার ক্লাব টুর্নামেন্টে ফেরা রেড স্টার বেলগ্রেড। খবরটি জানার পর আর কোনো দেরি করেনি ইউয়েফা। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি আলেকজান্ডার সেফেরিন সঙ্গে সঙ্গেই ব্যাপারটি জানান ফ্রান্সের জাতীয় আর্থিক কেঁৗঁসুলিকে। এরই ধারাবাহিকতায় সেই ম্যাচের তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। ওই ম্যাচে হ্যাটট্রিক করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভাগ বসিয়েছেন স্বদেশি কিংবদন্তি কাকার রেকর্ডে। চ্যাম্পিয়ন্স লীগে ব্রাজিলের এই দুই তারকার গোল এখন সমান ৩০টি করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status