খেলা

টি-টোয়েন্টি সিরিজও দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১২:৫২ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের সহজ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্ধিতাই করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীরা তা অব্যাহত রেখেছে টি-টোয়েন্টিতেও। গতকাল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩২ রান তুলেছিল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা সেটি পেরিয়ে গেছে ২৬ বল বাকি থাকতেই। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই সলোমন মিরের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। এর মাঝে হ্যামিল্টন মাসাকাদজা (২১), ব্রেন্ডন টেইলর (২৯) ও শন উইলিয়ামস (৪১) যা একটু লড়াই করেছেন। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন ও রবি ফ্রাইলিঙ্ক নিয়েছেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার সবাই দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। রাসি ফন ডার ডুসেন (১৩), কুইন্টন ডি (২৬) ও ফাফ ডু প্লেসি (১২)- ওপরের দিকের তিন ব্যাটসম্যান ফেরেন ৫৮ রানের মধ্যেই। এরপর চতুর্থ উইকেটে হাইনরিখ ক্লাসেনের ( ১৫ বলে ২২) সঙ্গে ৪৪ রান ও পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন জেপি ডুমিনি। ২৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ডুমিনি। ১৩ বলে ৪ চারে ১৯ রানে অপরাজিত ছিলেন মিলার। পুরো সিরিজে একটি ম্যাচও জিততে না পারা জিম্বাবুয়ে রোববার বেনোনিতে শেষ টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status