প্রথম পাতা

ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে প্রথম মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে প্রথম মামলা রেকর্ড করা হয়েছে আবুল কাসেম নামে বিএনপির এক সমর্থকের বিরুদ্ধে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় এ মামলা রেকর্ড করা হয়।
এসআই মোহাম্মদ আবু তালেব বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন। মামলার একমাত্র আসামি আবুল কাসেমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, চাঁদপুরের ফরিদগঞ্জের জনৈক আবদুর রশীদ ভাণ্ডারির পুত্র আবুল কাসেম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তেমন কিছু না করলেও তিনি বিএনপির একনিষ্ঠ সমর্থক।
আবুল কাসেম বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট দেন। আবুল কাসেম-এমডি কাসেম ও আবুল কাসেম নামে দুইটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ।  
তিনি বলেন, আবুল কাসেম নিজের ফেসবুক পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেকল পরিয়ে হাজতখানায় বন্দির মতো করে দেখায় এবং লিখে যে নাজিমুদ্দিন রোডে ফাঁসি দেয়ার পর গোপালগঞ্জে লাশ নিয়ে গেলে গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না।

এ ছাড়া সে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পাগল এবং পায়ে শেকল পরানো একটি ছবি দিয়ে তাকে মেন্টাল হাসপাতালে নেয়ার কথা লিখে পোস্ট দেয়। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের নাম শুনলে বমি আসে বলে পোস্ট দিয়ে বমি করছে এমন একটি পোস্ট দেয়।

যা নজরে আসার পর এসআই মোহাম্মদ আবু তালেবকে মামলা রেকর্ডের নির্দেশ দেয়া হয়। মোহাম্মদ আবু তালেব সদ্য পাস হওয়া বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ধারায় পাঁচলাইশ থানায় মামলা রেকর্ড করেন। মামলা নম্বর- ৫(১০)/১৮। আর এটিই এই আইনে চট্টগ্রামে প্রথম মামলা। মামলা রেকর্ডের পরপরই আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মহিউদ্দীন মাহমুদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status