বিশ্বজমিন

পুতিনের নির্দেশে পরমাণু মহড়া চালালো রাশিয়া

মানবজমিন ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটির সামরিক বাহিনী পরমাণু বোমা হামলার মহড়া চালিয়েছে। এ মহড়ায় রুশ নৌবাহিনী ও বিমানবাহিনী অংশ নেয়। সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এ মহড়ার নির্দেশ দেয়া হয়। মহড়ায় রাশিয়ার পরমাণু অস্ত্র সংবলিত ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বৃটিশ দৈনিক ডেলি স্টারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্যারেন্টস ও অখোতস্ক সাগরে এই সামরিক মহড়া চালানো হয়েছে। সেখানে সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মহড়ায় ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপের
একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায়, সাবমেরিন থেকে পরমাণু বোমা বহনে সক্ষম টিইউ-৯৫ এমএস, টিইউ-২২ এমথ্রি ও টিইউ-১৬০ বোম্বার্স নিক্ষেপ করা হচ্ছে। এগুলো দীর্ঘপথ পাড়ি দিয়ে রাশিয়া ও কাজাখস্তানের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হেনেছে। তবে এতে কোনো পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়নি। এ সময় রুশ ক্ষেপণাস্ত্র সতর্কতা সিস্টেম সবক’টি ক্ষেপণাস্ত্র শনাক্তে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। উল্লেখ্য, রাশিয়ার কাছে বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি পরমাণু বোমা রয়েছে। ধারণা করা হয় দেশটির পরমাণু বোমার সংখ্যা ৮ হাজারেরও বেশি। এরমধ্যে কমপক্ষে ১৫০০ বোমা কয়েক মিনিটের নোটিশেই হামলার জন্য প্রস্তুত রয়েছে। এগুলোর বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন স্থানে সাবমেরিনে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status