বাংলারজমিন

মিরপুরে ২৮ জনের বিরুদ্ধে গায়েবি মামলা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:১০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ২৮ জনের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মামলায় বিএনপি’র ২ কর্মীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বরিয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে বিএনপি কর্মী আবদুল গফুর (৫০) ও পাহাড়পুর গ্রামের মৃত হায়াত আলী খানের ছেলে তফসির উদ্দিন খান (৫৫)। পুলিশের দাবি আটকরা বিস্ফোরক পদার্থ সহ জনসাধারণের জানমালের ক্ষতিসাধন করার জন্য নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ  থেকে ৫টি ককটেল, দু’টি বাঁশের তৈরি পুরাতন ঝুড়ি ও একটি কাঠের হাতল যুক্ত ছোট কোদাল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত  থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আবদুল হক অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়ায় দু’-একদিন পর পরই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গায়েবি মামলা দেয়া হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব নেতা-কর্মীকে আটক করা হচ্ছে।
 যাতে আমরা মাঠে নামতে সাহস না পাই। কিন্তু এ ধরনের গায়েবি মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status