বাংলারজমিন

‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিএনপি’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:১০ পূর্বাহ্ন

 আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এই তারেক রহমান, খালেদা জিয়া, বাবর বলেছে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে ২৬টি গ্রেনেড বের করা হয়েছে। এসব আজগুবি গল্প বানিয়ে তারা মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। জজ মিয়া নাটক সাজিয়েও তারা ব্যর্থ হয়েছে। গতকাল বিকালে ধরখার-আখাউড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন  শেষে মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি’র আমলে বাংলাদেশের ৬১টি কোর্টে বোমা হামলা হয়ছ। ২জন বিচারককে খুন করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে পাকিস্তান থেকে আনা গ্রেনেড দিয়ে হামলা হয় সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ  ৩৮ জনকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে বলে ১৪ বছর লাগিয়ে সেই হামলার সুষ্ঠু বিচার হয়েছে। মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম,  আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status