বাংলারজমিন

নৌকায় ভোট চাইলেন ডা. প্রাণ গোপাল

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল  দিনব্যাপী কুমিল্লা-৭ (চান্দিনা) পৌর এলাকা ও বরকইট ইউনিয়নে পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
একাদশ সংসদ নির্বাচনে তিনি চান্দিনা আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসি। দীর্ঘদিন চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন চান্দিনাবাসীর প্রতিনিধি হয়ে মহান সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আগামী নির্বাচনে কেন্দ্র দখল করে নির্বাচিত হতে চাই না। চান্দিনার প্রতিটি ভোটারের এক একটি ভোটে নির্বাচিত হতে চাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধভাবে আবারও নৌকায় ভোট দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সারা দেশের ন্যায় চান্দিনায়ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। চান্দিনা হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত নেতা-কর্মীদের নিয়ে শুক্রবার সকাল থেকে চান্দিনার বেলাশহর, কাঠেরপুল, পিহর, ছায়কোটসহ বিভিন্ন পথসভা যোগদানের পাশাপাশি বিভিন্ন হাট-বাজার এলাকায় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, প্রচার সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্‌ সেলিম প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, আওয়ামী লীগ নেতা নূরে আলম চৌধুরী লিটন, মনির খন্দকার, সহিদুল ইসলাম মেম্বার, কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু কাউসার, যুবলীগ নেতা শাহজাহান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status