বাংলারজমিন

মংলায় ভণ্ড পীরের প্রতারণার ফাঁদ

মংলা (বাগেরহাট) সংবাদদাতা

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

আধ্যাত্মিক উপায়ে ভাগ্য বদলের প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ভণ্ড পীরকে আটক করেছে মংলা থানা পুলিশ। আটককৃত প্রতারক ফকির ফজলে রাব্বি (২৫)কে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলার দিগরাজ বালুর মাঠ এলাকার বাসিন্দা মৃত নুরুল আাফসারের পূত্র দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেনের সঙ্গে প্রায় একমাস আগে ভণ্ডপীর ফজলে রাব্বির পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তন্ত্রমন্ত্রসহ অধ্যাতিক উপায় অর্থ উপর্জনের ফাঁদে ফেলে বিভিন্ন নগদ টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ ওই স্কুলছাত্র ও তার পরিবারের কাছে আরো ৩ লাখ টাকা দাবি করে ভণ্ডপীর। আর এ টাকা দিতে অস্বীকার করায় মোবাইল ফোনে তাকে (আরাফাত হোসেন) হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মোবাইল ট্র্যাক করে বুধবার রাতে বাগেরহাটের কাশিমপুর এলাকা থেকে পুলিশ ওই ভণ্ডপীরকে একটি খেলনা পিস্তলসহ আটক করে। এ ঘটনায় স্কুলছাত্র আরফাতের মা রাহেলা আক্তার বাদী হয়ে মোংলা থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, কথিত জিনের বাদশা ও ভণ্ডপীরের তৎপরতা ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গভীর রাতে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে জিনের বাদশা ও ভণ্ডপীর চক্রের সদস্যরা চাঁদা দাবি করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status