বাংলারজমিন

লাইসেন্সবিহীন চালকরা দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

শ্রীমঙ্গল প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

বন্ধ হয়নি অটোরিকশা চালকদের অতিরিক্ত যাত্রী নিয়ে যান চলাচল। রাজধানীর বিমানবন্দর সড়কে শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, শিক্ষার্থীদের আন্দোলনের দাবিতে সরকার সড়ক পরিবহন ২০১৮ আইনে সড়ক দুর্ঘটনা ৩০২ ধারা মামলাসহ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান করেন। এত কিছুর পরও অধিকাংশ চালক আইন না মেনে শ্রীমঙ্গল-সাতগাঁও রুট, শ্রীমঙ্গল-মির্জাপুর-শমশেরগঞ্জ রুট, শ্রীমঙ্গল চৌমুহনা এলাকা থেকে মৌলভীবাজার রুট ও শ্রীমঙ্গল-ভানুগাছ রুটে অতিরিক্ত যাত্রী নিয়ে চালাচ্ছেন বেপরোয়ভাবে।  এসব রুটে অধিকাংশ চালকই ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালাচ্ছেন।
কিছু দিন আগে অটোরিকশা (সিএনজি) সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হওয়া যাত্রী মো. মোসাহিদ জানান, চালকরা অতিরিক্ত যাত্রী বহনের ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয়। এমন দুর্ঘটনার শিকার শুধু আমি নই, বিভিন্ন সড়কে চালকদের অসচেতনতায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, আমরা প্রতিদিন অটোরিকশা করে যাতায়াত করে থাকি। ড্রাইভারদের অতিরিক্ত যাত্রী বহনের ফলে যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। ড্রাইভারদের অতিরিক্ত যাত্রী বহনের আপত্তি দিলে এতে কোনো লাভ হয়নি। এদিকে মালিক পক্ষের অনেকেই কোনো নিয়মনীতি না মেনে অপ্রাপ্তবয়স্ক অযোগ্য ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের হাতে তুলে দিচ্ছেন এসব যানবাহন। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। শ্রীমঙ্গল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে মধ্যে অভিযান চালালেও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালকরা নিয়ম না মেনে অপ্রাপ্তবয়স্ক ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালাচ্ছেন ।
হবিগঞ্জ রোড গ্রুপ কমিটির সভাপতি মো. আব্দুল কাইয়ুম জানান, আমরা বহুবার জেলা ও উপজেলা কমিটিকে সঙ্গে নিয়ে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন অপ্রাপ্তবয়স্ক গাড়ি না চালানোর জন্য আন্দোলন করেছি। আমরা আবারও জেলা গ্রুপকে সঙ্গে নিয়ে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন অপ্রাপ্তবয়স্ক গাড়ি না চালাতে পারে এ ব্যাপারে আন্দোলন চালাবো। এ বিষয়ে নিরপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি জানান, সড়ক দুর্ঘটনা রোধে আমরা গাড়িচালক সহ বিভিন্ন স্কুল কলেজে নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন করছি। কি কি কারণে দুর্ঘটনা ঘটে এবং কিভাবে দুর্ঘটনা রোধ করা যায়, দুইটা বিষয়েই আমরা কাজ করে যাচ্ছি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, আমরা তৎপরতা চালাছি এবং আমরা রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে ড্রাইভিং লাইসেন্স ফিটনেসবিহীন গাড়িসহ অপ্রাপ্তবয়স্ক চালকদের ক্ষেত্রে আমাদের কার্যক্রম চলমান রেখেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status