দেশ বিদেশ

প্রতিমা ভাঙচুর: জড়িতরা গ্রেপ্তার না হলে ভোট বর্জনের হুমকি

স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সমপ্রদায়ের ওপর আক্রমণ, ধনসম্পদ লুট করার পাশাপাশি প্রতিমা ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের শাস্তির আওতায় না আনলে আগামী জাতীয় নির্বাচনে সকল হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতির বক্তব্যে হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক প্রশান্ত হালদার বলেন, গত কয়েক দিনে পিরোজপুর, গাজীপুর, দিনাজপুর, চাঁদপুর, নীলফামারী, শরিয়তপুর, কুড়িগ্রাম, শেরপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কারমাইকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও বিগ্রহ ভাঙচুর, লুটতরাজ, হিন্দু সম্প্রদায়ের লোকজনদের কুপিয়ে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তিনি বলেন, ‘পিরোজপুরে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে মন্দির ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে। এর প্রতিবাদ করলে তিন জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। বরাবরের মতো অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানে সরকারের কোনো গরজ নেই।’ সরকার প্রকান্তরে হিন্দু সমপ্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, দেশের হিন্দু সমপ্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হিন্দু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব অভিযোগগুলো আমলে নিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান প্রশান্ত হালদার। এর অন্যথা হলে আগামী নির্বাচনে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট বর্জন করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়ার সহসভাপতি সোনালী দাস, আন্তর্জাতিক সম্পাদক মিল্টন বসু, হিন্দু মহাজোটের যুগ্ম আহ্বায়ক সাজেন কৃঞ্চ বল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status