বাংলারজমিন

খুবিতে ছাত্র বহিরাগত সংঘর্ষ অগ্নিসংযোগ আহত ১৩

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের সামনের মাঠে সিনিয়র ডিভিশন লীগ-২০১৮ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ছাত্ররা বহিরাগত তিনজনকে হলে আটকে রেখেছে। সংঘর্ষে দুইপক্ষের ১৩ জন আহত হয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কথাকাটাকাটি কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত। ঘটনার পর পরই খেলা বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, বিকাল ৩টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনের মাঠে সিনিয়র ডিভিশন ফুটবলের খেলা শুরু হয়। উদয়ন ক্লাব ও আলীর ক্লাবের মধ্যে খেলা শুরু হয়। এ সময় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদের এক ছাত্রকে মাঠে নাজেহাল করলে, খেলা চলাকালীন সময় খেলোয়াড়েরা মাঠ থেকে ধাওয়া দিয়ে খাজা গেটে নিয়ে যায়, এ সময় ছাত্ররা উত্তেজিত হয়ে বাধা দিতে গেলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। সূত্র জানায়, উত্তেজিত ছাত্ররা বহিরাগতদের কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে এবং তিনজনকে হলের রুমে আটকে রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, ঘটনার খবর পেয়ে খান জাহান আলী হলের ছাত্রদের নিবৃত্ত করে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বহিরাগত তিনজনকে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে বলেও জানান তিনি। সিনিয়র ডিভিশন ফুটবল লীগ পরিচালনার জন্য খুলনা জেলা ক্রীড়া সংস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১২ই অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত চুক্তিভিত্তিক মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছিল। গতকাল বিকাল ৩টায় খেলা শুরু করার পূর্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে বিশ্ববিদ্যালয় গেটে বহিরাগতরা প্রথমে বাধার সৃষ্টি করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status