বাংলারজমিন

সিলেটে শরৎ উৎসব

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

সিলেটে পালন করা হয়েছে শরৎ উৎসব। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের আয়োজন করা হয়। মূল আয়োজনে পরিবেশন করা হয় গান-কবিতা-নৃত্য। ছিল ‘শরৎ কথন’ পর্ব। এতে ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশের প্রকৃতির সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন আর মঙ্গল ঢাকর মাধ্যেমে অনুষ্ঠানের শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্ব্বলন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা।
শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্ত’র পাশাপাশি শরৎকথন পর্বে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আবৃত্তিশিল্পী ফয়সাল মাহমুদ, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা অসিত দাশ গুপ্ত, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।
শ্রুতির দিনব্যাপী শরৎ উৎসবে  চলতে থাকে  সম্মেলক পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, সংগীত, রং তুলিতে শরৎ, কবি কণ্ঠে শরৎসহ বিভিন্ন আয়োজনের। সমবেত সংগীত-নৃত্য-আবৃত্তি পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, আনন্দলোক, নৃত্যশৈলী, রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থা, ছন্দনৃত্যালয়, দ্বৈতস্বর, সুরের ভুবন, মুক্তাক্ষর, থিয়েটার একদল ফিনিক্স। একক সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল সাই, নন্দিতা দত্ত, লিংকন দাশ, সোনিয়া রায়, শ্রাবণী দত্ত এনি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status