খেলা

আগামী বছরই মেয়েদের টেস্ট খেলার আবেদন

ইশতিয়াক পারভেজ

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

‘আউটসুইঙ্গার, স্বপ্ন দেখি চার-পাঁচটা স্লিপ রেখে বোলিং করছি। লাল বল, সাদা জার্সির প্রতি অনেকদিনের দুর্বলতা আমার। মাঝে মাঝে মনে হয় ইস, আমরা যদি টেস্ট খেলতে পারতাম! আশা করি স্বপ্ন একদিন বাস্তব হবে।’ এভাবেই টেস্ট খেলার স্বপ্ন দেখেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। এটি শুধু তার একার স্বপ্ন নয়, টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন ও ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদসহ গোটা দলের। এখন পর্যন্ত ১০টি নারী দল টেস্ট মর্যাদা পেয়েছে। কিন্তু তা ধরে রাখতে পেরেছে মাত্র ৭টি দল। এমনকি পাকিস্তানের মতো দলও টেস্ট খেলা থেকে বিরত রয়েছে। তাই প্রশ্ন বাংলাদেশের মেয়েরা কি পারবে টেস্ট খেলতে! ‘হ্যা’, জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এরই মধ্যে টেস্ট মর্যাদা পেতে প্রাথমিক কাজও শুরু করে দিয়েছেন তিনি। নাদেল বলেন, ‘আমাদের চিন্তা রয়েছে। তবে আইসিসির কাছে নিজেদের কিছু কাজ সেরে নিতে হবে। টেস্ট মার্যাদা পাওয়ার জন্য তাদের যোগ্যতার যে মাপকাঠি রয়েছে সে জায়গায় পুরোপুরি না পারলেও ধারে-কাছে পৌঁছানোর মতো জায়গায় আমরা রয়েছি। এটা যদি ধরে রাখতে পারি আমরা আইসিসির সঙ্গে কথা বলে অন্য কোনো কন্ডিশন থাকে দ্রুততম সময়ে তাও করবো। তবে খুব তাড়াহুড়ো করছি না। চিন্তা করেছি আগামী বছরই আবেদন করবো।’ আইসিসির সিইও বলেছেন, বাংলাদেশ চাইলে দেয়া হবে মেয়েদের টেস্ট মর্যাদা।
অন্যদিকে আইসিসির কাছে মেয়েদের টেস্ট মর্জাদা চাইতে হলে প্রথম শ্রেণির ম্যাচ চালু করতে হবে। নারী দলের চেয়ারম্যান এই বিষয়ে একটু জোর দিলেই তা শুরু হতে পারে। কারণ বিসিবির মতো ধনী ক্রিকেট বোর্ডের জন্য মেয়েদের চারদিনের লীগ শুরু করা অসম্ভব নয়। এ বিষয়ে নাদেল বলেন, ‘আমরা জানি, আইসিসির কাছে টেস্ট মর্যাদা চাইতে হলে অবশ্য আমাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট চালু করতে হবে। আমাদের চিন্তায় আছে আগামী বছর যে মেয়েদের ন্যাশনাল লীগ আছে সেটি অন্তত দুই দিনের করা। অবশ্যই আমাদের চেষ্টা আছে এখন প্রক্রিয়াগুলো শুরু করতে পারলেই হয়।’ অন্যদিকে প্রশ্ন আছে নারী দলের টেস্ট খেলার মতো যোগ্যতা এখনো হয়েছে কি-না। তারা কি পারবে চারদিন বা দু’দিনের খেলার চাপ নিতে! সালমারা যে টেস্ট খেলার স্বপ্ন দেখেন তা বাস্তবসম্মত বলে বিশ্বাস করেন প্রধান কোচ অঞ্জু জৈন, দেখ-ভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিম। এমনকি পাকিস্তানের কোচ মার্ক রিচার্ড বিশ্বাস করেন সালমারা টেস্ট খেলতে পারবে। এবং তা খুক দ্রুতই শুরু করা উচিত।
বাস্তবতা নিয়ে ফাহিম বলেন, ‘কেন পারবে না! আমরা স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলতে পারি এটা প্রমাণ হয়েছে। এখান থেকে কত উপরে খেলবো সেটা নির্ভর করবে আমরা কী কার্যক্রম নিচ্ছি, কতজনকে খেলার সুযোগ দিতে পারছি এবং তাদের কতটা পরিচর্যা করতে পারছি তার উপর। আমরা যদি অভ্যন্তরীণ পরিকল্পনা ঠিকমতো করতে পারি তাহলে আগামী দুই-তিন বছরের মধ্যেই ভালো জায়গায় যেতে পারবো। বয়সভিত্তিক দল ‘এ’ দল ইমার্জিং দল করলে অনেক খেলোয়াড় তৈরি হবে। ছেলেদের ক্রিকেটে আমরা যা দেখি সে ধরনের কার্যক্রম এখানেও লাগবে।
স্ট্যাটাস পেলে খেলোয়াড় তৈরি করার প্রয়োজনীয়তা আসবে। খেলোয়াড়রা নিজেদের সেভাবে তৈরি করবে।’ অন্যদিকে কোচ অঞ্জু মনে করেন- অবশ্যই তার দলের সক্ষমতা আছে। তিনি বলেন, ‘সুযোগ তৈরি করে না দিলে সক্ষমতা দেখানো কঠিন। আমি বলবো এই মেয়েদের টেস্ট খেলার সক্ষমতা আছে। যদি ঘরোয়া ক্রিকেটে চারদিনের বা দুই দিনের ম্যাচ চালু করা যায় তাহলে বিষয়টি স্পষ্ট হবে। সবচেয়ে বড় কথা হলো টেস্ট খেলা শুরু হলে মেয়েরা অন্য ফরমেটেও উন্নতি করবে দ্রুত।’  
অন্যদিকে পাকিস্তানের কোচ মার্ক কোলস এশিয়া কাপের পর আরো একবার বাংলাদেশের মেয়েদের খেলা দেখলেন সামনে থেকে। বিশেষ করে তাদের কাছে টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ হওয়ার পরও তার বিশ্বাস টেস্টে খেলার সক্ষমতা আছে বাংলাদেশের মেয়েদের। তিনি বলেন, ‘কেন টেস্ট খেলতে পারবে না? ওরা তো দারুণ খেলে। আমাদের কাছে টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ হয়েছে বলে যে পারবে না তা নয়। টেস্ট ভিন্ন ফরমেট। দেখ ওরা এমন হারের পরও আমাদেরকে ঠিকই ওয়ানডেতে হারিয়েছে। তার মানে ওদের মানসিক শক্তি প্রচণ্ড। টেস্ট খেলার জন্য এমন মানসিক শক্তিই প্রয়োজন। আর খেলতে খেলতে এভাবেই তারা অভ্যস্ত হয়ে যাবে। তবে অনুরোধ থাকবে শুরুর ধাপগুলো যেন সঠিকভাবে হয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status