খেলা

বিদায় বলে দিলেন টেরি

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন চেলসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। ৩৭ বছর বয়সী এই সেন্টারব্যাক সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। বিদায়ের ঘোষণা দিতে গিয়ে টেরি বলেন, ফুটবলার হিসেবে ২৩টি বছর পার করে দিয়েছি। মাঠ থেকে বিদায়ের এটাই হয়তো সঠিক সময়। ফুটবল ক্যারিয়ারে যাদের সতীর্থ হিসেবে পেয়েছি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই আমার কোচদের, কোচিং স্টাফদের যারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ক্লাব ক্যারিয়ারে চেলসিতে থাকাকালীন তাদের অধীনে খেলেছি ৭১৭ ম্যাচ। কিছু সময় আমি অধিনায়কও ছিলাম। তারা আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছে, আমাকে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে সম্মানিত করেছে। ফুটবল ছেড়ে আমি এখন নিজের পরবর্তী জীবনের দিকে তাকিয়ে আছি, নতুন চ্যালেঞ্জ নিতে অপেক্ষা করছি। কোচিং ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে চাই। মাত্র ১১ বছর বয়সে ১৯৯১ সালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডে নাম লেখান টেরি। ইয়ুথ ক্যারিয়ারে ১৯৯৫ সালে যোগ দেন চেলসিতে, তখন তার বয়স ১৪। ১৯৯৮ সালে চেলসির মূল একাদশে আসেন। ২০০০ সালে নটিংহ্যাম ফরেস্টের হয়ে ধারে খেলেন। ২০১৭-১৮ মৌসুমে খেলেছেন অ্যাস্টন ভিলায়। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার পর ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয় টেরির। খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। জাতীয় দলের হয়ে খেলেন ৭৮ ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৭৫৯ ম্যাচ। সেন্টারব্যাক হলেও গোল করেন ৬৮টি। চেলসিতে খেলা অবস্থায় জিতেছেন ১৯টি শিরোপা। এরমধ্যে প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছেন পাঁচবার, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ একবার, ইউরোপা লীগ একবার ও এফএ কাপের শিরোপা জিতেছেন পাঁচবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status