খেলা

মেয়েদের প্রথম টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

৯-এ বাংলাদেশ, সাত-এ রুমানা

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ফরমেটে প্রথমবার র‌্যাঙ্কিং প্রকাশ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের অবস্থান ৯-এ। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে একটি র‌্যাঙ্কিং দেয়া হতো। দুই ফরমেট মিলিয়ে মোট পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হতো নারী ক্রিকেট দলের র‌্যাঙ্কিং। এবার নতুন র‌্যাঙ্কিং সিস্টেমে প্রথমবার আলাদাভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দলের সংখ্যা ১০টি। আর টি-টোয়েন্টি ফরমেটে রয়েছে ৪৬ দল। গত জুনে টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে সদস্য দেশগুলোর ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পায়। ওয়ানডেতেও ৯ নম্বরে বাংলাদেশ। অন্যদিকে দুই ফরমেটেই শীর্ষে অস্ট্রেলিয়া। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ বাংলাদেশের কেউ নেই। তবে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আছেন বাংলাদেশের দুইজন। তিন ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে লেগস্পিনার রুমানা আহমেদ। অবনমন হয়েছে নাহিদা আক্তারের। ৬ ধাপ পিছিয়ে নবম স্থানে এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুনও উন্নতি করেছেন। এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে এই অফস্পিনার। ওয়েস্ট ইন্ডিজে আগামী ৯ই নভেম্বর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে র‌্যাঙ্কিং: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টির শীর্ষ দশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল্যান্ড।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status