খেলা

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

দ্বিতীয় পর্বেরও স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

প্রথম পর্ব হয়েছিল বাংলাদেশে। ঘরের মাঠে ভিয়েতনাম লেবাননকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়পর্বের টিকিট পায় স্বাগতিক মেয়েরা। এবার দ্বিতীয়পর্ব পেরিয়ে মূলপর্বে খেলার চ্যালেঞ্জ, সেই পরীক্ষাও ঘরের মাঠেই দেয়ার সুযোগ পাচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম পর্বের মতো দ্বিতীয়পর্বেও স্বাগতিক হয়েছে বাংলাদেশ। তবে চূড়ান্ত পর্ব যথারীতি থাইল্যান্ড। যেখানে গত আসরে খেলেছিল কৃষ্ণা-সানজিদারা।
বাছাইপর্বে বাংলাদেশসহ মোট ৮টি দল উঠেছে দ্বিতীয়পর্বে। বাকি সাত দল হলো অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ইরান, লাওস, মিয়ানমার, ফিলিপিন্স ও ভিয়েতনাম। এরমধ্যে শেষ দুটি দল দ্বিতীয়পর্বে উঠেছে সেরা দুই রানার্সআপ হিসেবে। বাছাই পর্বে ৬ গ্রুপের মধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও চীন পূর্ণ ১২ নিয়ে প্রথম পর্ব টপকে দ্বিতীয় পর্বে উঠেছে। ৪ ম্যাচে বাংলাদেশ করেছে ২৭ গোল। কোনো গোল হজম করেনি। প্রথম পর্বে গোল হজম না করা অন্য চার দল চীন, ইরান, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসেবে মেয়েদের এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে উঠেছে। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়া এই আট দলকে দুই ভাগ করে হবে দ্বিতীয় পর্ব। তিন দলকে সঙ্গী করে একটি গ্রুপের স্বাগতিক হবে বাংলাদেশ। দ্বিতীয়পর্বের স্বাগতিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। দ্বিতীয় পর্বের ড্র হতে পারে আগামী ডিসেম্বরে। আর মাঠের লড়াই শুরু হবে আগামী বছরের ২৩শে ফেব্রুয়ারি থেকে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৪টি দল উঠবে মূলপর্বে। সেখানে স্বাগতিক থাইল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও আগের আসরের তৃতীয় হওয়া দল জাপানের সঙ্গে মিলে আট দলকে নিয়ে হবে মূলপর্ব। চূড়ান্ত পর্ব আগামী বছরের সেপ্টেম্বরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status