খেলা

চেজ-হোল্ডারের ব্যাটে লড়াই

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরতে পারে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল হায়দরাবাদে লড়াই করেই প্রথম দিন শেষ করে ক্যারিবীয়রা। আর দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯৫ রান। ভারতের মাটিতে নিজেদের শেষ চার টেস্টে প্রথমবার আড়াইশ’ রানের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন রোস্টন চেজ ও অধিনায়ক জেসন হোল্ডার। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে চেজ। ইনজুরির কারণে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মিস করেন হোল্ডার। আর দলে ফিরেই আট নম্বরে নেমে অর্ধশতক (৫২) করেন তিনি। এর আগে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হোল্ডার। দুই যাদবের বোলিং নৈপুণ্যে দলীয় ১১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেন ডউরিচের সঙ্গে ৬৯ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন চেজ। দলীয় ১৮২ রানের মাথায় আউট হন ডউরিচ (৩০)। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ১৪ ও কাইরন পাওয়েল ২২ রান করেন। ওয়ানডাউনে নেমে ৩৬ রান করেন শাই হোপ। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন পেসার উমেশ যাদব ও স্পিনার কুলদীপ যাদব। প্রথম ব্রেকথ্রু আনেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে প্রথম টেস্টের এক ইনিংসেও দুইশ’ পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ (১৮১ ও ১৯৬)। ভারতের ৬৪৯ রানের জবাবে ইনিংস ও ২৭২ রানে পরাজয় বরণ করে সফরকারীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status