বাংলারজমিন

আওয়ামী লীগের মনোনয়ন পেতে কৃষকলীগ নেতা এবাদুলের গণসংযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, নবীনগর আওয়ামী লীগে নির্বাহী সদস্য ও বীকন গ্রুপের চেয়ারম্যান এবাদুল করিম বুলবুল। গতকাল  নবীনগর উপজেলার পৌরসদর থেকে  গণসংযোগ শুরু করে উপজেলার কড়ইবাড়ী, জিনদপুর, বাঙ্গরাসহ বিভিন্ন গ্রামে পথসভায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি নবীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, মতবিনিময়কালে তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করে আসছি। সকল কাজে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আছি থাকব। দল আমাকে মূল্যায়ন করবে আশা করছি, আমি নির্বাচিত হলে নবীনগরে অনুমোদকৃত মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন ও নবীনগরকে সোস্যাল সিকিউরিটি নিশ্চিতসহ শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ও সার্বিক  উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, প্রথমত: আমরা আওয়ামী লীগ দলীয় প্রার্থী চাই, তবে দেশ ও দলের স্বার্থে হাইকমান্ড যাকে মনোনয়ন দিবেন আমি তাঁর পক্ষেই নির্বাচন করবো। এ সময় প্রেস ক্লাব সভাপতি মাহবুব আলম লিটনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে  সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথ অপু  প্রশ্ন করেন ‘আপনার বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে, আপনি হিন্দু ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে কখনই কোনো আর্থিক অনুদান প্রদান করেন না’- এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন একজন মুসলমান হিসেবে অন্য ধর্মের কোনো প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া ঠিক নয় উল্লেখ করে নিজে কখনো সেটি করেননি এবং কখনও করবেন না বলে সুস্পষ্টভাবে জানিয়েছেন। ‘সরকার তো দিচ্ছে, আপনি তো সরকার দলেরই নেতা। তাহলে আপনি কেন শারদীয় দুর্গোৎসবে ব্যক্তিগত অনুদান দিবেন না’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার তো একটি প্রতিষ্ঠান। তাই সরকার দিতেই পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status