বাংলারজমিন

বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চাল ভর্তি ট্রাক আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চালভর্তি ট্রাক আটক করেছে পুলিশ। ডিলারের মাধ্যমে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে বিক্রির জন্য দেয়া এসব চাল ট্রাক বোঝাই করে শ্রীমঙ্গল পাঠিয়ে দেয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে ইসলামপুর নামকস্থান থেকে আটক করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আ স ম আতিকুর রহমান ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাকের চালক আবদুর রহিম (৩৮) ও সহকারী জামাল মিয়া (৫০) কে আটক করা হয়। খবর পেয়ে সেখানে যান বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন। পুলিশ জানায়-আটককৃতরা এই চালগুলো চম্পকনগরের চাল ব্যবসায়ী দুলাল মিয়ার বলে জানিয়েছে। দুলালও সাংবাদিকদের কাছে অল্পমূল্যে এসব চাল কেনার কথা স্বীকার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ চালগুলো সরকারি কিনা তা যাচাই-বাছাই করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা খাদিজা বেগমকে দায়িত্ব দেয়ার কথা জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status