বাংলারজমিন

শাবিতে এক্সিড-২০১৮ অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘এক্সিড-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় মিলনায়তনে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী এবং শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।  উদ্বোধনী অনুষ্ঠানে ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, উদ্ভাবনের সঙ্গে শাবির নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অনেক দেশ টেকসই উন্নয়নের জন্য ১৭ থেকে ৬৯টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এরমধ্যে অধিকাংশই ‘গোল’ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নয়ন করেছে।   
সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল হক জানান, ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশন মোট সাতটি ইভেন্টে দিনব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়।

জ্ঞান ও কর্মক্ষেত্রের নতুন ধার উন্মোচনের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে আগত সব অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status