খেলা

২৬ রানে অলআউট চীন, ১১ বলেই জিতল নেপাল

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১১:৫৬ পূর্বাহ্ন

বিস্ময় উপহার দিয়েই যাচ্ছে এশিয়া অঞ্চলের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। মালয়েশিয়ার বিপক্ষে মঙ্গলবার ৮ উইকেট হারিয়ে মায়ানমার সংগ্রহ করেছিল মাত্র ৯ রান। ১০ বল খেলে ২ উইকেট হারিয়ে জিতেছিল মালয়েশিয়া। তাদের পর বৃহস্পতিবার দারুণ এক বিস্ময় উপহার দিয়েছে নেপাল ও চীন। বাছাইপর্বে চীন প্রথম ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ২৬ রানে অলআউট হয়। দলের একমাত্র ব্যাটসম্যান হং জিয়াং ইয়ান ২৭ বল খেলে ১১ রান করেন। বল হাতে নেপালের সন্দীপ লামিচানে ৪ ওভার বল করে ১ মেডনসহ ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১ বল খেলে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান করে নেপাল। বিনোদ বান্দারি ৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status