খেলা

যুব অলিম্পিক হকি

কানাডাকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

যুব অলিম্পিকে অবশেষে সুখবর দিলো বাংলাদেশ। আর্জেন্টিনায় আসরের হকি ইভেন্টে গতকাল কানাডাকে ৫-২ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন ম্যাচে হারের পর এমন সাফল্য দেখলো বাংলাদেশ। আসরে ভারত, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার কাছে হার দেখে বাংলাদেশ যুব হকি দল। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই ফাইভ-এ-সাইড। গতকাল কানাডার বিপক্ষে ম্যাচের  প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি কানাডিয়ানরা। বাংলাদেশের হয়ে দুই গোল করেন সাইফুল আলম। একটি করে গোল পান হাসান মোহাম্মদ, সোহানুর রহমান ও আরশাদ হোসেন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশের যুবারা। অপর শক্তিধর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়েও তারা হেরে যায় ৪-৩ গোলে। পরের ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারটা ছিল ৩-০ গোলে। বুয়েন্স আয়ার্সে এবারের যুব অলিম্পিকে বাংলাদেশ হকি, আরচারি আর শুটিংয়ে অংশ নিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status