দেশ বিদেশ

সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:৫১ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশি রায়ের প্রতিবাদে সারা দেশে মহানগর, জেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে শ্যামপুর বিএনপি নেতা স্বপন মিয়াসহ ১৫-১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ জন। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে সকালে পুরান ঢাকার কোর্ট কাচারি এলাকায় প্রথম মিছিলটির নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ কেরানীগঞ্জ বিএনপি’র কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন। এদিকে রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে ডিএসসিসি গেটে শাহবাগ থানা বিএনপি, মগবাজার মোড়ে রমনা থানা বিএনপি, তাজউদ্দিন আহম্মেদ তাইজু ও মামুন আহমেদের নেতৃত্বে নর্থ সাউথ রোডে বংশাল থানা বিএনপি, এমএ আজিজের নেতৃত্বে সিএমএম কোর্ট এলাকায় সূত্রাপুর থানা বিএনপি, সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে বাংলাভিশন টিভি মোড় কলাবাগান থানা বিএনপি’র নেতাকর্মীরা মিছিল করেছে। হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে ঝাউচর চৌরাস্তা কামরাঙ্গীরচর বিএনপি, জয়নাল আবেদিন রতন চেয়ারম্যানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপি, হাজী আবুল হাশেমের নেতৃত্বে ডগাই ডেমরা থানা, মোজাম্মেল হক মুক্তার নেতৃত্বে নবাবপুর ডিসেন্ট মার্কেটে ওয়ারী থানা বিএনপি, দয়াগঞ্জ মোড়ে গেণ্ডারিয়া থানা, হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে মুরাদপুর খন্দকার রোডে কদমতলী থানা বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। হায়দার আলী বাবলার নেতৃত্বে ইসলামপুর রোডে কোতোয়ালি থানা বিএনপি, আক্তার হোসেনের নেতৃত্বে আরামবাগ পুলিশ ফাঁড়ির সামনে মতিঝিল থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র চকবাজার, লালবাগ, হাজারীবাগ, মুগদা, পল্টন, নিউমার্কেট, সবুজবাগ, ধানমন্ডি ও খিলগাঁও থানার বিএনপি বিক্ষোভ মিছিল করে। এদিকে মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহর নেতৃত্বে তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলে পল্লবী থানার   বিএনপি সভাপতি কমিশনার সাজ্জাদ হোসেন, দারুস সালাম থানার সভাপতি হাজী আ. রহমান, তুরাগ থানা সভাপতি আমান উল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খোকা, রূপনগর থানার সভাপতি আব্দুল আউয়াল, মোহাম্মদপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এনায়েতুল হাফিজ, মিরপুর থানার সাধারণ সম্পাদক হাজী ওয়াজেদ উদ্দিন। রূপনগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. মজিবুল হক, রফিকুল ইসলাম, আ. সালাম, কাজী মজিবুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ ছাড়া মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, উত্তরা পশ্চিম থানা ও এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা বিএনপি একটি বিক্ষোভ মিছিল করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status