দেশ বিদেশ

ছাত্রদল নেতা নয়নকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:৫০ পূর্বাহ্ন

উচ্চ আদালত থেকে বের হওয়ার পর ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উচ্চ আদালত থেকে মোটরসাইকেলযোগে বের হতেই এই ছাত্রদল নেতাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ অভিযোগ করেছে। আলাদা বিবৃতিতে ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের ছোবল থেকে দেশকে রক্ষা করতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদল নেতাকর্মীরা যখন লড়াই করছে, তখন কোন কারণ ছাড়াই তাদেরকে গ্রেপ্তার, হামলা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার। নেতৃদ্বয় বলেন, রবিউল ইসলাম নয়ন একজন পরীক্ষিত ছাত্রনেতা। এর আগেও গ্রেপ্তার করে তাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই তাকে দমানো যায়নি। তাই কোন কারণ ছাড়াই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করে দমন পীড়ন চালিয়ে ছাত্রদলকে বিজয়ের রাস্তা থেকে দূরে সরানো যাবে না। নেতৃদ্বয় অবিলম্বে রবিউল ইসলাম নয়নের মুক্তি দাবি করেন। এদিকে ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান বলেন, হাইকোর্ট থেকে  বাসায় ফেরার জন্য বের হন নয়ন। এসময় নয়নকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। ছাত্রদল নেতা নয়নকে আটকের বিষয়ে জানা নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি’র রমনা জোনের উপ-কমিশনার  মারুফ হোসেন সর্দার। তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। উল্লেখ্য, ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে প্রায় দেড়শতাধিক  মামলা রয়েছে। বিগত দুদফা আন্দোলনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status